Tuesday, November 13, 2012

২২ নভেম্বর এনজিওদের নিয়ে ইসির সংলাপ : জাবেদ আলী


লিংকন মাহমুদ
ঢাকা, ১৩ নভেম্বর : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. মো: জাবেদ আলী বলেছেন, আগামী ২২ নভেম্বর এনজিওদের নিয়ে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। যেসব এনজিওদের সঙ্গে কমিশন কাজ করে কেবল তাদের নিয়েই এ সংলাপ হবে। আর এ মাসের শেষের দিকে তিনভাগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে জাবেদ আলী তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

জাবেদ আলী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষ খালি থাকা সাপেক্ষে এ মাসের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ হবে। এ সংলাপ তিনভাগে হবে বলেও তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম ধাপে জোটের সঙ্গে, দ্বিতীয় ধাপে মহাজোট এবং তৃতীয় ধাপে অন্যান্য দলগুলো নিয়ে সংলাপ হবে। এনজিওদের সঙ্গে সংলাপের এক সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা জানান তিনি। 

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন (ডিসিসি) নিয়ে আদালতে মামলা চলছে। আশাকরি মামলা নিষ্পতির মাধ্যমে ইসির পক্ষেই রায় আসবে। আদালতের চূড়ান্ত রায় পেলেই নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনেরও আয়োজন করবে।

Sunday, October 9, 2011

মুখে কালো কাপড় বেধে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয় চাকুরী রা কমিটি
মুখে কালো কাপড় বেধে মানববন্ধন

  প্রধানমন্ত্রীর কাছে আজ স্মারকলিপি জমা

লিংকন মাহমুদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ৈর ৮০৭ জন চাকুরীচ্যুত শিক, কর্মকর্তা-কর্মচারী তাদের চাকুরী পুন:বহালের দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের বোর্ড বাজারে চাকুরী রা কমিটির ব্যানারে চাকুরীচ্যুতরা এ মানবন্ধন করে।
মানবন্ধনে চাকুরী রা কমটির আহŸায়ক নুর“ল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাকুরী রা কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, সালেহা বেগম লিপি, আবু হানিফ খন্দকার, মিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, তারেক, জিয়া, এয়াকুব, ল্টিন, কায়েদে আজম, সাহাব উদ্দিন প্রমুখ।
মানব বন্ধনে চাকুরীচ্যুতরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরীচ্যুত ৮০৭টি পরিবারে অভাবের আগুন জ্বলছে। আমাদের শিশু ও বৃদ্ধ মা বাবার মুখে দুমুঠো খাবার দিতে পারছি না। ুধার জ্বালা সইতে না পেরে মুখে কালো কাপড় বেঁধে রা¯—ায় দাঁড়ানোর কথাও বলেন তারা।
তারা বলেন, বর্তমান সরকার আমাদের পে থাকলে আগামী ১৬ তারিখে সুপ্রিম কোর্টের শুনানীতে আমরা জয়ী হবো।
চাকুরী রা কমিটির উদ্যোগে আজ সকাল ৯টায় জাতীয় প্রেসকাব থেকে প্রধানমন্ত্রীর নিকট চাকুরী পুন:বহালের দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে। আগামীকাল বিকেলে প্রেসকাবে গোলটেবিল বৈঠক হবে বলেও জানা গেছে।

Tuesday, June 14, 2011

বিচার দাবিতে ক্যাম্পাস উত্তপ্ত



Xvwe wkw¶Kv i“gvbv wbh©vZb
wePvi `vwe‡Z K¨v¤úvm DËß
we‡¶vf wgwQj K‡i‡Q wewfbœ msMVb
wjsKb gvngy`
XvKv wek¦we`¨vj‡qi AvšÍR©vwZK m¤úK© wefv‡Mi mnKvix Aa¨vcK i“gvbv gbRyi Gi Dci Zvi ¯^vgxi ee©i wbh©vZ‡bi cÖwZev` K‡i‡Q wek¦we`¨vj‡qi wk¶K-wk¶v_©xiv|
MZKvj g½jevi XvKv wek¦we`¨vjq wk¶K mwgwZwi D‡`¨v‡M wek¦we`¨vj‡qi Aciv‡Rq evsjvi cv`‡`‡k Av‡qvwRZ GK gvbe܇b e³viv G `vwe K‡ib| GKB m‡½ b¨vqwePvi bv †c‡j e„nËi Av‡›`vj‡bi ûgwK w`‡q‡Q Zviv|
Gw`‡K i“gvbv gÄy‡ii wefv‡Mi wk¶v_©xiv 72 NÈvi g‡a¨ ‡`vlx e¨w³‡K ‡MÖdZvi I kvw¯Í †`qvmn mn 3 `dv `vwe‡Z we‡¶vf wgwQj I mgv‡ek K‡i‡Q| evKx `vwe ¸‡jv n‡jv wbh©vwZZ wkw¶Kvi cwiev‡ii mvwe©K wbivcËv wbwðZKiY I wbh©vwZZ wkw¶Kvi mywPwKrmvi LiP wek¦we`¨vj‡qi cÖkvm‡bi wb‡Z n‡e|
gvbe܇b e³viv e‡jb , XvKv wek¦we`¨vj‡qi GKRb wk¶‡Ki Dci Ggb wbhv©vZb mgMÖ RvwZ‡K Kjw¼Z K‡i‡Q| Zviv e‡jb, RvwZi e„nËi ¯^v‡_© G wbh©vZ‡bi  wePvi Ki‡Z n‡e| wewfbœ mg‡q bvixiv Zv‡`i AwaKvi nvwi‡q‡Q wKšÍ Zvi cÖK…Z wePvi cÖkvmb Ki‡Z cv‡iwb| ZvB Zviv i“gvbvi Ici wbh©vZbKvix ¯^vgxi `„óvšÍg~jK kvw¯Íi e¨e¯’v Ki‡Z n‡e |
XvKv wek¦we`¨vjq wk¶K mwgwZi mfvcwZ Aa¨vcK  W. Av‡bvqvi ‡nv‡m‡bi mfvcwZ‡Z¡ gvbee܇b Dcw¯’Z wQ‡jb wk¶K wmwgwZi mn-mfvcwZ Aa¨vcK AvLZviæ¾vgvb, I AvšÍR©vwZK m¤úK© wefv‡Mi wk¶Kmn wewfbœ wefv‡Mi ‡Pqvig¨vb I  wk¶v_©xiv| wbh©vZbKvix nvmvb mvB`‡K  †MÖdZvi I Zvi  `„óvšÍg~jK kvw¯Íi Rb¨ Xvwe wk¶K mwgwZ ¯^ivógš¿x eivei ¯§viKKwjwc cÖ`vb QvovI  jvMvZvi Av‡›`vj‡bi ûgwK †`q| gvbee܇bi ïi“‡Z GKwU ‡gŠb wgwQj K¨v¤úvm cÖ`w¶Y K‡i|
D‡jøL¨, AvšÍR©vwZK m¤ú©K wefv‡Mi mnKvix Aa¨vcK iægvbv gbRyi Ici Zvi ¯^vgx nvmvb mvB` MZ 5 Ryb wbg©g wbh©vZb K‡i| eZ©gv‡b iægvbv j¨veGBW nvmcvZv‡j wPwKrmvaxb i‡q‡Qb|