লিংকন মাহমুদ
ঢাকা, ১৩ নভেম্বর : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. মো: জাবেদ আলী বলেছেন, আগামী ২২ নভেম্বর এনজিওদের নিয়ে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। যেসব এনজিওদের সঙ্গে কমিশন কাজ করে কেবল তাদের নিয়েই এ সংলাপ হবে। আর এ মাসের শেষের দিকে তিনভাগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে জাবেদ আলী তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
জাবেদ আলী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষ খালি থাকা সাপেক্ষে এ মাসের শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ হবে। এ সংলাপ তিনভাগে হবে বলেও তিনি জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম ধাপে জোটের সঙ্গে, দ্বিতীয় ধাপে মহাজোট এবং তৃতীয় ধাপে অন্যান্য দলগুলো নিয়ে সংলাপ হবে। এনজিওদের সঙ্গে সংলাপের এক সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা জানান তিনি।
তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন (ডিসিসি) নিয়ে আদালতে মামলা চলছে। আশাকরি মামলা নিষ্পতির মাধ্যমে ইসির পক্ষেই রায় আসবে। আদালতের চূড়ান্ত রায় পেলেই নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনেরও আয়োজন করবে।