জাতীয় বিশ্ববিদ্যালয় চাকুরী রা কমিটি
মুখে কালো কাপড় বেধে মানববন্ধন
প্রধানমন্ত্রীর কাছে আজ স্মারকলিপি জমা
মুখে কালো কাপড় বেধে মানববন্ধন
প্রধানমন্ত্রীর কাছে আজ স্মারকলিপি জমা
লিংকন মাহমুদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ৈর ৮০৭ জন চাকুরীচ্যুত শিক, কর্মকর্তা-কর্মচারী তাদের চাকুরী পুন:বহালের দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের বোর্ড বাজারে চাকুরী রা কমিটির ব্যানারে চাকুরীচ্যুতরা এ মানবন্ধন করে।
মানবন্ধনে চাকুরী রা কমটির আহŸায়ক নুর“ল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাকুরী রা কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, সালেহা বেগম লিপি, আবু হানিফ খন্দকার, মিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, তারেক, জিয়া, এয়াকুব, ল্টিন, কায়েদে আজম, সাহাব উদ্দিন প্রমুখ।
মানব বন্ধনে চাকুরীচ্যুতরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরীচ্যুত ৮০৭টি পরিবারে অভাবের আগুন জ্বলছে। আমাদের শিশু ও বৃদ্ধ মা বাবার মুখে দুমুঠো খাবার দিতে পারছি না। ুধার জ্বালা সইতে না পেরে মুখে কালো কাপড় বেঁধে রা¯—ায় দাঁড়ানোর কথাও বলেন তারা।
তারা বলেন, বর্তমান সরকার আমাদের পে থাকলে আগামী ১৬ তারিখে সুপ্রিম কোর্টের শুনানীতে আমরা জয়ী হবো।
চাকুরী রা কমিটির উদ্যোগে আজ সকাল ৯টায় জাতীয় প্রেসকাব থেকে প্রধানমন্ত্রীর নিকট চাকুরী পুন:বহালের দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে। আগামীকাল বিকেলে প্রেসকাবে গোলটেবিল বৈঠক হবে বলেও জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ৈর ৮০৭ জন চাকুরীচ্যুত শিক, কর্মকর্তা-কর্মচারী তাদের চাকুরী পুন:বহালের দাবিতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের বোর্ড বাজারে চাকুরী রা কমিটির ব্যানারে চাকুরীচ্যুতরা এ মানবন্ধন করে।
মানবন্ধনে চাকুরী রা কমটির আহŸায়ক নুর“ল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাকুরী রা কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, সালেহা বেগম লিপি, আবু হানিফ খন্দকার, মিয়াজ উদ্দিন, সাইফুল ইসলাম, তারেক, জিয়া, এয়াকুব, ল্টিন, কায়েদে আজম, সাহাব উদ্দিন প্রমুখ।
মানব বন্ধনে চাকুরীচ্যুতরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরীচ্যুত ৮০৭টি পরিবারে অভাবের আগুন জ্বলছে। আমাদের শিশু ও বৃদ্ধ মা বাবার মুখে দুমুঠো খাবার দিতে পারছি না। ুধার জ্বালা সইতে না পেরে মুখে কালো কাপড় বেঁধে রা¯—ায় দাঁড়ানোর কথাও বলেন তারা।
তারা বলেন, বর্তমান সরকার আমাদের পে থাকলে আগামী ১৬ তারিখে সুপ্রিম কোর্টের শুনানীতে আমরা জয়ী হবো।
চাকুরী রা কমিটির উদ্যোগে আজ সকাল ৯টায় জাতীয় প্রেসকাব থেকে প্রধানমন্ত্রীর নিকট চাকুরী পুন:বহালের দাবীতে স্মারকলিপি প্রদান করা হবে। আগামীকাল বিকেলে প্রেসকাবে গোলটেবিল বৈঠক হবে বলেও জানা গেছে।
No comments:
Post a Comment